বড় ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে খাদ্য অধিদপ্তর। এতে ২৪টি পদে ১ হাজার ১৬৬ জনকে নিয়োগ দেওয়া হবে।এখানে ক্লিক করে আবেদন করা যাবে।শেষ হবে ১৪ আগস্ট বিকেল পাঁচটায়।
খাদ্য অধিদপ্তর সূত্র জানায়, উপখাদ্য পরিদর্শক পদে ২৫০, সহকারী উপখাদ্য পরিদর্শক ২৭৪, সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর (গ্রেড ১৩) ৮, সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর (গ্রেড ১৩) ১৫, উচ্চমান সহকারী ৩১, অডিটর ১৬, হিসাবরক্ষক কাম ক্যাশিয়ার ৬, ল্যাবরেটরি টেকনিশিয়ান ২, ফোরম্যান ১, মেকানিক্যাল ফোরম্যান ২, অপারেটর ২০, ইলেকট্রিশিয়ান ৯, ভেহিক্যাল ইলেকট্রিশিয়ান ১, সহকারী ফোরম্যান ৩, মিলরাইট ৩, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ৪০২, ডেটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর ৬, ল্যাবরেটরি সহকারী ৮, সহকারী অপারেটর ১১, স্টেভেডর সরদার ৬, ভেহিক্যাল মেকানিক ৪, সহকারী মিলরাইট ৫, সাইলো অপারেটিভ ৫৬, স্প্রেম্যান পদে ২৭ জনসহ মোট ১ হাজার ১৬৬ জন লোক নেওয়া হবে।
বিভিন্ন পদে আবেদনের জন্য আলাদা আলাদা শর্ত আছে। অনলাইনে এসব পদের আবেদনের বিস্তারিত জানা যাবে খাদ্য অধিদপ্তরে প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে। এসব জানা যাবে — এখানে ক্লিক এরমাধ্যমে।
আরও জানতে এখানে ক্লিক দিন

হা হা হা
ReplyDelete